ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
দেশের কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে কৃষিযন্ত্র বিতরণ করা হচ্ছে।
সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান কাটা এবং মাড়াইয়ের জন্য সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সিলেটের ফেঞ্চুগঞ্জে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ জন কৃষকের মাঝে এসব কৃষিযন্ত্র বিতরণ করা হয়। উপজেলার উত্তর কুশিয়ার ইউনিয়নের আব্দুল মতিনকে ৭০ শতাংশ সরকারি ভর্তুকিতে একটি কম্বাইন হারভেস্টার এবং সদর ইউনিয়নের তারেক আহমদ খান ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের লাইলি বেগমকে ৫০ শতাংশ ভর্তুকিকে দুটি রিপার দেওয়া হয়।
এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মোমেন ও মুহিবুর রহমান ইনারসহ কৃষি বিভাগের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
এসএ/আরআর-০৪