নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৮, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধ ও জনসেচনতা সৃষ্টিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ। বুধবার (৬ এপ্রিল) বেলা ২টায় সিলেট নগরের আম্বরখানা পয়েন্টে অসহায়, সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
এসময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ ঘরে বসে থাকলে তাদের আয়-রোজগার হবে না বিধায় রাস্তায় বের হয়ে জীবিকার জন্য কাজ করছেন। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে হবে। সব সময় মাস্ক পরিধান করলে অন্তত কিছুটা হলেও এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ফাইয়াজ খান সলিট, দেলোয়ার হোসেন দিলাল, মো. আফজল হোসেন, সুলতান মাহমুদ সাজু, আক্তার হোসেন, ইমামুর রহমান লিটন, কামরান আহমদ শিপু, রুহুল আমিন, নাজমুল ইসলাম চৌধুরী, আজাদ উদ্দিন, রুপম আহমদ, বুলবুল চৌধুরী, সেবুল আহমদ সাগর, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আমিনুল ইসলাম আমিন, আবির হাসান রানা, রেজাউল করিম হাসান, ফয়সল কাদির পাওয়েল, রাফিউল করিম মাসুম, সুমন ইসলাম খান, আব্দুল কাদির ইমন, আকিল আহমদ, রিমু খান, অমিত জিত, তানভির হোসেন তুহিন, নুরুল ইসলাম ছাড়াও যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ-১৬