‘লকডাউন’ শিথিলের দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন



‘লকডাউন’ শিথিলের দাবি ব্যবসায়ীদের

সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন শিথিল ও পরবর্তীতে লকডাউন বৃদ্ধি না করার দাবি জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় এ দাবী জানান বক্তারা। 

বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বন্দরবাজারস্থ হাসান মার্কেট সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে চলতি লকডাউন যেন আর বৃদ্ধি করা না হয়। বিগত মহামারি করোনা ভাইরাস চলাকালিন সময়ে ক্ষতি পুষিয়ে উঠতে ব্যবসায়ী রীতিমত হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় লকডাউন বৃদ্ধি করলে আমাদের পথে বসার উপক্রম হবে।

বক্তারা বলেন, ব্যবসায়ীরা সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে সচেষ্ট থাকবো। তাই মাননীয় সদাসয় সরকারের নিকট আকুল আবেদন চলমান লকডাউন বৃদ্ধি না করে আমাদেরকে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়ার আকুতি জানাচ্ছি।

সভায় বক্তারা চলমান লকডাউন শিথিলের দাবীতে আগামী শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পলন করবেন বলেও জানান। এ মানববন্ধনে দলমত নির্বিশেষে সিলেটের সকল ব্যবসায়ীদের উপস্থিত থাকারও আহ্বান জানানো হয় সভায়।  

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহসাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

বক্তব্য দেন মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, নেহার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুমিন মল্লিক মুন্না, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিটি সুপার মার্কেটের সভাপতি মো. জইনুল হোসেন, কাকলী শপিং সেন্টারের সভাপতি মো. জাকারিয়া ইমরুল, খায়রুন-সহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ওলিউর রহমান চৌধুরী, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, ব্লুওয়াটার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহেদ আহমদ, লামাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম শাহীদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, নিউ শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন মুন্নান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল, হাসান মার্কেট সহসভাপতি মো. আখতার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. শাহেদ বক্স, বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহেল আলম, করিম উল্লাহ মার্কেটের সদস্য মকসুদুর রহমান চৌধুরী, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রজব, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিয়াকত আলী মিটু, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, পূর্ব দরগাগেইট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।

বিএ-১২