কোম্পানীগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগ চরমে

কবির আহমদ, কোম্পানীগঞ্জ


এপ্রিল ০৭, ২০২১
১১:০৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
১১:০৯ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগ চরমে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরবাজার-শিলেরভাঙ্গা সড়কটি দীর্ঘদিন যাবত মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। গত কয়েকদিনের বৃষ্টিতে চলাচলের আরও অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচল করা সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে শিলেরভাঙ্গা হয়ে টুকেরবাজার যাওয়ার সড়কগুলোর অধিকাংশ জায়গায় গর্ত তৈরি হওয়ার কারণে প্রতিদিন এই সড়কে যাতায়াত করা হাজারও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এমন চিত্র শুধু যে এই গ্রামীণ সড়কটির তা নয়, উপজেলার সর্ববৃহৎ এলাকা টুকেরবাজারের অনেক রাস্তায় একই চিত্র দেখা গেছে।

উপজেলার জনবহুল এলাকার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না করায় দুইপাশ ভেঙে সড়কটি সংকীর্ণ হয়ে গেছে। বৃষ্টির কারণে সড়কের অনেক জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে জমে থাকে হাঁটুসমান পানি। গর্তের কারণে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চলাচল অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শিলেরভাঙ্গা গ্রামের যুবনেতা জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি এভাবে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ তো দূরের কথা, খোঁজও নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এলাকার মেম্বার, চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন সংস্কারের জন্য চেষ্টা করা হচ্ছে। 

এ ব্যাপারে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগে রয়েছেন। তবে সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কের কাজ করানোর জন্য গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলীসহ তিনি সড়ক পরিদর্শন করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, সড়কটি অনেকদিন ধরে এমন বেহাল পড়ে থাকলেও সংস্কার না হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন। 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার জন্য খুব শিগগির এই সড়কের সংস্কার কাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এমকে/আরআর-০১