সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে এক এসএমএস বার্তায় র্যাব জানায়, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এ সময় শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। বিকেলে অবশ্য মাদানীকে ছেড়ে দেওয়া হয়।
রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক বলে জানা গেছে। ১৯৯৫ সালে তিনি জন্মগ্রহণ করেছেন বলে নিজেই জানিয়েছেন।
বিএ-১১