ভোরে শুরু, দুপুর গড়ানোর আগেই বন্ধ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৭, ২০২১
০৭:২২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন



ভোরে শুরু, দুপুর গড়ানোর আগেই বন্ধ

সারাদেশের মতো সিলেটে বুধবার থেকে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, এমন খবর আগে থেকেই জানা ছিল। হলোও তাই। আজ বুধবার (৭ এপ্রিল) ভোর থেকেই সিলেটে যান চলাচল স্বাভাবিক ছিল। এতে যেন সিলেটের  দূর পাল্লার যাত্রী ও অফিসগামীদের মাঝে স্বস্তি নেমে আসে। তবে সে স্বস্তির আকাশে কালো মেঘ জমতে বেশি সময় লাগেনি। প্রশাসনের অনুরোধে দুপুর গড়ানোর আগেই বন্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। সকাল ১১ টা থেকে সিলেটজুড়ে দু’দিন পর চালু হয়ে ফের বন্ধ হয় যান চলাচল।

আজ বুধবার ভোর থেকে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচল শুরু হলে সকাল ১১ টার দিকে পুলিশ প্রশাসনের অনুরোধের ভিত্তিতে তা বন্ধ করা হয় বলে জানান সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।

এর আগে মঙ্গলবার বিকেলে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচলের ঘোষণা দেন শ্রমিকেরা। ঘোষণা অনুযায়ী ভোর থেকে বাস চলাচল শুরুও হয়। এতে যাত্রীদের ভোগান্তি কমলেও অবশেষে তা বন্ধ করা হয়।

কাউসারুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, প্রতিদিন বিয়ানীবাজার গিয়ে অফিস করতে হয়। সাধারণ পরিবহন না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে। আজ যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে অফিস আসতে পেরেছি। নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেকে নিশ্চিত করে চলাচল করাটা জরুরী। কিন্তু আমরা কর্মজীবী মানুষদের জন্য অফিসে যথাসময়ে পৌঁছাটাও জরুরী।

বুধবার কাকডাকা ভোর থেকেই সড়কে সরকারি ও বেসরকারি মালিকানাধীন গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ভ্যানগাড়ি ও রিকশা অবাধে চলাচল শুরু করে। এছাড়া রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও গত দুদিনের তুলনায় বেড়েছে।

সরকারি-বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে গণপরিবহণ চলাচলে আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করে সরকার। গতকাল সরকারি ঘোষণায় বলা হয়, আজ সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাস-মিনিবাস চলতে পারবে। তবে এসব বাস-মিনিবাসে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে।

এ ক্ষেত্রে ভাড়া নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি কার্যকর হবে। মঙ্গলবার বিকালে নিজ বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সারা দেশে মানুষের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এর আওতায় রিকশাছাড়া বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহণ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরসি-০২/বিএ-০৯