বৃষ্টি মৌসুম শুরুর আগেই উন্নয়ন কাজ শেষ হবে: মেয়র

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৭, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন



বৃষ্টি মৌসুম শুরুর আগেই উন্নয়ন কাজ শেষ হবে: মেয়র

বৃষ্টি মৌসুম শুরুর আগেই নগরের সব উন্নয়ন কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরের ছড়া দখলমুক্তকরণ, ড্রেন-ফুটপাত নির্মাণ এবং সড়ক প্রসস্থকরণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। এসময় তিনি বলেন, উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন এবং টেকসই করতে কাউন্সিলরদেরও নিয়মিত মাঠে তাদারকি করতে হবে। বিশেষ করে বৃষ্টি শুরুর আগে প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেন, ছড়া বা খাল পরিচ্ছন্ন করা হবে। যাতে পানি নিস্কাশনে কোনো বাঁধা সৃষ্টি না হয়। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রশাসনিক ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ প্রমুখ।

বিএ-১৪