সিলেটের ১৩ উপজেলায় রেড ক্রিসেন্টের প্রচার ও মাস্ক বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



সিলেটের ১৩ উপজেলায় রেড ক্রিসেন্টের প্রচার ও মাস্ক বিতরণ

করোনার সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে লকডাউন। সংক্রমণ রোধে মাঠে নেমেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের ১৩টি উপজেলা ও সিলেট সিটি করপোরেশন এলাকায় একযোগে চলছে প্রচার। প্রচারকাজে অংশ নিয়েছেন যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের স্বেচ্ছাসেবকরা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ৫ দিন ব্যাপী চলবে এই প্রচার কাজ।

এদিকে সিলেট নগর পথচারীসহ সব শ্রেণির মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে নগরের চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান জামিল।

এসময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের নির্দেশনায় সিলেটের সব উপজেলায় একযোগে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি। মানুষ সচেতন না হলে করোনার সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ, মো. মজির উদ্দিন, মোস্তাক আহমদ পলাশ, সাবেক যুব প্রধান মোহাম্মদ নাজিম খান প্রমুখ।

বিএ-১৩