শেখ ফজলে ফাহিমকে মেট্রোপলিটন চেম্বারের অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২১
০৩:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০৩:৪৬ পূর্বাহ্ন



শেখ ফজলে ফাহিমকে মেট্রোপলিটন চেম্বারের অভিনন্দন

শেখ ফজলে ফাহিম, ডি-৮ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডি-৮ সিসিআই) এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদের নেতারা। ফজলে ফাহিম ইতোমধ্যে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতির দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) মেট্রো চেম্বারের নেতারা এক অভিনন্দন বার্তায় শেখ ফজলে ফাহিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসএমসিসিআই-এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম ডি-৮ সিসিআই এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, তার নেতৃত্বে ডি-৮ চেম্বার অব কমার্সের কর্ম পরিধি আরও বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সাথে ডি-৮ এর আওতাধীন দেশসমূহের মধ্যে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।

বিএ-১২