সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০৩:৪১ পূর্বাহ্ন
সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে গঠিত হয়েছে নাটকের দল 'সুবর্ণযাত্রা'। ‘প্রাণ ও প্রকৃতির জন্য থিয়েটার’- স্লোগানকে সামনে রেখে সিলেটের নাটকপাড়ায় একদল নাট্যকর্মী মিলে ‘সুবর্ণযাত্রা’য় যাত্রা শুরু করলেন।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে গঠন হলো নাটকের এ সংগঠন।
নাট্যজন জাফর সাদেক শাকিলের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত ছিলেন, ফয়ছল মো. আবুল মহসীন, হুমায়ুন কবির জুয়েল, নাজমা পারভীন, নিলেন্দু ভট্টাচার্য, কানন চন্দ, শেখ মোহাম্মদ রনি, এনামুল হক সামি, মামুন পারভেজ, প্রসেনজিত চক্রবর্তী সানী, জয়িতা জেহেন প্রিয়তী, শুভ বর্মন পার্থ, মাহবুবুর রহমান শিবলু, সাহিদুল ইসলাম খান, বিবস্বান চক্রবর্তী পার্থ, তানভীর রশিদ পাভেল, জিহাদ আহমেদ রাজু, কাউছার আহমদ সোহেল, অমিত দাস প্রমুখ।
সভায় ভার্চুয়ালি যুক্ত হন আকরাম সিদ্দিক উজ্জ্বল, বিজয় কুমার দাশ দেবু, হাসনা আলম অমি, এল. করিম চৌধুরী, অনামিকা চৌধুরী তুষ্টি, আরডি রাহুল, প্রতাপ রুদ্র, নমিতা দেব অর্চি।
বক্তারা বলেন, 'সুবর্ণযাত্রা' মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে যে, নবনাট্য আন্দোলন শুরু হয়েছে তার বৈশ্বিক অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষে নিরলস কাজ করে যাবেন।
এএফ/০৪