জকিগঞ্জে লকডাউন ভেঙে ব্যবসায়ীদের বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২১
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০২:২০ পূর্বাহ্ন



জকিগঞ্জে লকডাউন ভেঙে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও চলমান লকডাউনের প্রতি ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। লকডাউন চলাকালে সবধরনের সভা, সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞার প্রতি ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা ২টার দিকে জকিগঞ্জে পৌরশহরে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে এম এ হক চত্বরে পথসভায় মিলিত হয়। এতে পৌরশহরের ব্যবসায়ীরা বক্তব্য দেন। বিকেলে উপজেলার বাবুর বাজারেও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আকারে পথসভা অনুষ্ঠিত হয়।

পৃথক পথসভায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। অনেক ব্যবসায়ী পথে বসার দ্বারপ্রান্তে। গতবছরও লকডাউন থাকার কারণে ব্যবসায়ীরা পবিত্র মাহে রমজানসহ ঈদের সময় দোকান বন্ধ করে লোকসান গোনেন। লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও মাস শেষে দোকান মালিককে তার ভাড়া আদায় করতে হয়। চলমান লকডাউনে আবারও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিলে ব্যবসায়ীরা পথে বসতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিতে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

 

ওএফ/আরআর-১৪