কওমিসহ সব মাদরাসা বন্ধের নির্দেশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন



কওমিসহ সব মাদরাসা বন্ধের নির্দেশ
এতিমখানা খোলা থাকবে

সরকারি নির্দেশনার পরও দেশের বিভিন্ন স্থানে এখনো কিছু আবাসিক-অনাবাসিক মাদরাসা খোলা রয়েছে। এসব মাদরাসা বন্ধে জরুরি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এতিমখানাগুলো খোলা থাকবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। সরকার ২২ মে পর্যন্ত দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্ত সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে এখনো কিছু আবাসিক-অনাবাসিক মাদরাসা খোলা রয়েছে বলে জানা যায় যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

এতে আরো বলা হয়, এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবাসিক-অনাবাসিক কওমি মাদরাসা বন্ধের অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

বিএ-০৭