সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এনইইউবি বিজনেস ক্লাবের তত্বাবধানে আয়োজিত হতে যাচ্ছে ‘হাউ টু ডিজাইন ইউর ফিউচার’ শীর্ষক অনলাইন সেমিনার (ওয়েবিনার)। আগামী শনিবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এসিআই ফরমুলেশন লিমিটেডের হেড অব মার্কেটিং ও ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব মার্কেটিং প্রফেশনালের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আমান উল্লাহ আমান এবং চ্যানেল টুয়েন্টি-ফোরের সিনিয়র করসপন্ডেন্ট ও বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের জেনারেল সেক্রেটারি ফাইজুল সিদ্দিকী।
ওয়েবিনারে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে ক্যারিয়ারের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করবেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চাকুরীতে প্রবেশের পর কিভাবে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, করপোরেট সেক্টরে প্রবেশের জন্য কি কি প্রস্তুতির প্রয়োজন এবং ক্যারিয়ারে সফলতার জন্য নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা ইত্যাদি।
এএফ/০৩