কৃষকদের প্রণোদনা অব্যাহত থাকবে : কৃষিমন্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন



কৃষকদের প্রণোদনা অব্যাহত থাকবে : কৃষিমন্ত্রী
গোলাপগঞ্জে কৃষিযন্ত্র বিতরণ

কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ২০ কোটি টাকার যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষকদের মধ্যে প্রণোদনার আওতায় কৃষিযন্ত্র বিতরণ কৃষিক্ষেত্রে সরকারের নতুন একটি অধ্যায়। আগামী ৫ বছর আমরা এই প্রণোদনা দেব। যে কার্যক্রম শুরু হলো, এটি অব্যাহত থাকবে। গতবছর আমরা হাওরের সম্পূর্ণ ধান তুলতে পেরেছি। এ বছরও আমাদের প্রস্তুতি রয়েছে। যেকোনোভাবেই হোক আমরা ক্ষেতের ধান ঘরে তুলব।

মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে গোলাপগঞ্জসহ দেশের ১৩টি উপজেলায় কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

তিনি কৃষিযন্ত্রের মাধ্যমে দ্রুত ও কম খরচে ফসল উৎপাদনের সুযোগ গ্রহণ করে উৎপাদন কাজে আত্মনিয়োগ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে বিষয়কে গুরুত্ব দিয়েছে তা হলো কৃষি। কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর।

গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, মনসুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। 

কৃষি প্রণোদনা বাবদ গোলাপগঞ্জে ৪টি কম্বাইন হারভেস্টার, ২টি রিপার ও ১টি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করা হয়। এসব কৃষিযন্ত্রের মোট মূল্যের ৭০ ভাগ সরকার ভর্তুকি দিচ্ছে।

জানা গেছে, কম্বাইন হারভেস্টার প্রতিটির দাম ২৩ লাখ থেকে ৩১ লাখ টাকা। এসব কম্বাইন হারভেস্টার দিয়ে এক সঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দি করার কাজ করা যায়। একদিনে প্রায় ৩৬ কেদার জমির ধান বস্তাবন্দি করতে পারবে এই মেশিন। এর মাধ্যমে দ্রুততম সময়ে কম খরচে অধিক ধান সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এফএম/আরআর-০৬