বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২১
১২:০৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
১২:০৮ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারের কলেজ রোডের সরকারি কলেজ মসজিদের সামনে ইটবাহী ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম লিটন মিয়া (১৬)। তিনি ছোটদেশ এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের উপরে রাখা ইটের উপর বসেছিলেন লিটন। দ্রুতগতির ট্রাকটি সড়কের ভাঙা অংশে ঝাঁকুনি খেলে লিটন ট্রাক থেকে নিচে পড়ে যান এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে গেছেন ট্রাকের চালক।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, 'পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।'
এসএ/আরআর-০৩