নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে নগরে বেড়েছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৬, ২০২১
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০৭:১৫ অপরাহ্ন



নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে নগরে বেড়েছে যানবাহন

করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও স্বাভাবিক যানচলাচল। এদিন প্রথম দিনের চেয়ে নগরে যানবাহন ও মানুষের উপস্থিতি বেড়েছে। 

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় এমন চিত্র। দোকানপাট বন্ধ থাকলেও এসব দোকানের সামনে উপস্থিতি ছিল বিক্রেতা ও কর্মীদের। এদিকে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভও করেছে ব্যবসায়ীরা৷ 

দুপুর ১২ টায় বন্দরবাজার পয়েন্টে গিয়ে দেখা যায়, অনেক মানুষ বাজার করতে বের হয়েছেন। গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চলছে যাত্রী পরিবহণ। এদিন রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বাড়তে দেখা যায়৷ রাস্তায় মানুষের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানায় অনাগ্রহ ছিল বেশিরভাগের। অনেকেই মাস্ক নিয়ে বের হলেওবতা ছিল হাতে বা থুতনিতে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নজরে আসেনি৷ 

নগরের আম্বরখানা এলাকায় বাজার করতে আসা রফিক মিয়া সিলেট মিররকে বলেন, বাসায় বাজার ফুরিয়ে গেছে, তাই বাজার করতে এসেছি।'

এনএইচ/আরসি-০৯