সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৬, ২০২১
০৮:০৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০৮:০৯ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংবাদটি শেয়ার করেছেন মারুফ কামাল খান সোহেল। তাতে তিনি এক শব্দে লিখেছেন ‘অব্যাহতি’।
আজ সোমবার (৪ এপ্রিল) তাঁকে অব্যাহতিসংক্রান্ত একটি চিঠি দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের দপ্তরে ইস্যু করা হয়েছে। আজকের মধ্যেই চিঠিটি মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে বলে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ২০১৮ সাল থেকেই মারুফ কামাল খান নিষ্ক্রিয়। তিনি তার কর্মস্থলে আসছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় সিদ্ধান্ত ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কড়া সমালোচনা করেন। তার এসব বক্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। এ জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মারুফ কামাল খান বলেন, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।
এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মারুফ কামাল খান সোহেলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি গত তিন বছর ধরে অফিস করেন না।
আরসি-০৫