স্বাস্থ্যবিধি না মানায় সিসিকের ১৯ মামলা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৬, ২০২১
০৪:১৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০৪:১৮ পূর্বাহ্ন



স্বাস্থ্যবিধি না মানায় সিসিকের ১৯ মামলা, জরিমানা

করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারের জারি করা প্রজ্ঞাপন ও স্বাস্থ্যবিধি না মানায় সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ১৯ টি মামলা করেছেন। বিভিন্ন ব্যক্তিও প্রতিষ্ঠানকে করা হয়েছে ৩০ হাজার ৯ শত টাকা জরিমানা।

সোমবার (৫ এপ্রিল) সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, জল্লারপাড়, চৌহাট্টা এলাকায় সকালে এবং বিকেলে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অনুযায়ি মাস্ক না পরা, নির্দেশনা অমান্য করে গণপরিবহন চালনা এবং রেস্টুরেন্টে বসে খাবার গ্রহন ও বিক্রি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ে দোকান-পাট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও এই নির্দেশনা না মানার অভিযোগে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এবং তাদের কাছ থেকে জরিমানার ৩০ হাজার ৯ শত টাকায় আদায় করেন আদালত।

৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন চলাকালে সিলেট সিটি করপোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বিএ-১৮