সপরিবারে করোনা আক্রান্ত বিএনপি নেতা মিজান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৬, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন



সপরিবারে করোনা আক্রান্ত বিএনপি নেতা মিজান চৌধুরী

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (৫ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্তের বিষয়টি মিজান চৌধুরী নিজেই সিলেট মিররকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরে অসুস্থ অনুভব করছিলেন। গত শনিবার তিনি চিকিৎসকের পরামর্শে করোনা নমুনা জমা দেন। আজ সন্ধ্যায় শাবিপ্রবির ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় মিজান চৌধুরীর সহধর্মিনী এবং ছেলেরও করোনা শনাক্ত হয়েছে। 

বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। শরীরে ব্যাথা, জ্বর, কাশি এবং নাকে কোনো গন্ধ পাচ্ছেন না বলেও জানান তিনি। 

আরসি-০৮