সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৬, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন
চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও লকডাউনে সরকারি উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা।
রবিবার (৪ মার্চ) বাসদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
রবিবার বিকেল ৫টায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বলেন, নতুন করে লকডাউনের ঘোষণায় সাধারণ মানুষের উদ্বেগ-উৎকন্ঠা বেড়েছে। কারণ গত লকডাউনের ক্ষতি নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের এখনও কাঠিয়ে উঠতে পারেনি। লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি উদ্যোগে খাদ্য, নগদ অর্থ ও চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে হবে।
বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শ্রমিক ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম কাজল, মামুন ব্যাপারী, লাবলু মিয়া, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, রহিমা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা প্রমুখ।
নেতৃবন্দ বলেন, দেশে দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে। একদিকে মহামারিতে দারিদ্র্যের হার এখন প্রায় ৪৫ শতাংশে চলে গেছে। সরকারি হিসেবে যা এক বছর পূর্বে ছিল ২১শতাংশ। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে নিম্ন আয়ের মানুষের ঘাড়ে মড়ার উপর খাড়ার গা হিসেবে পড়েছে। সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের দাবির কাছে নতজানু হয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে জনগণের পকেট কাটার ব্যবস্থা করে দিচ্ছে। টিসিবি’র হিসাব অনুযায়ী গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৩৭.১৪ শতাংশ এবং পাইজাম চালের দাম বেড়েছে ২২%। সরকারের ‘দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটি’ ১ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে ১৩৯ টাকা। এছাড়াও রমজান মাসকে কেন্দ্র করে ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।
বিএ-১৬