ওসমানীনগরে উপেক্ষিত লকডাউন, হয়েছে মিছিল

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে উপেক্ষিত লকডাউন, হয়েছে মিছিল

করোনার সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আমলে নিচ্ছেন না সিলেটের ওসমানীনগরের মানুষজন। মাস্ক ছাড়া অনেকেই চলাফেরা করছেন সামাজিক দূরত্ব না মেনে। লকডাউনের প্রথমদিন উপজেলার গোয়ালাবাজারের এক ব্যবসাপ্রতিষ্ঠানে আসন্ন বাংলা নতুন বছরের হালখাতা মহরৎ ও একটি হোটেলে বিয়ে সম্পন্ন হয়েছে। অপরদিকে অধিকাংশ দোকান খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে ব্যবসায়ীদের। দোকান খোলা রাখার দাবিতে মিছিল হয়েছে গোয়ালাবাজারে।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীর ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাইক্রোবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও অনেককে চলাচল করতে দেখা গেছে। কেবল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের দোকান খোলা থাকার কথা থাকলেও উপজেলায় সবধরনের ব্যবসাপ্রতিষ্ঠান চালু রয়েছে। খোলা রয়েছে হোটেল-রেস্টুরেন্টও। গোয়ালাবাজার বাসস্ট্যান্ডের পাশে আরিয়ান রেস্টুরেন্ট ও আলী বিরানী হাউজে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আলী বিরানী হাউজের এক কর্মচারী জানান, অন্যান্য দিনের চেয়ে কয়েকগুণ বেশি কাস্টমার ছিল সোমবার সারাদিন। তাদের বসিয়ে খাবার সরবরাহ করতে হিমশিম খেতে হয়েছে। অনুরূপ চিত্র উপজেলার বিভিন্ন হাট-বাজারেও। মাস্কের ব্যবহার দেখা যায়নি কোথাও। 

এদিকে, সোমবার থেকে লকডাউন শুরু হলেও লকডাউনের বিধিনিষেধ সম্পর্কে সাধারণ জনগণ এখনও ওয়াকিবহাল নন। বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন থেকে এ ব্যাপারে প্রচার ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও ওসমানীনগরে কোথাও প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে এবারের লকডাউনকে পাত্তা দিচ্ছেন না কেউ। সাধারণ মানুষের অবাধ চলাচল ও সবধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকায় করোনার সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ পুরোপুরি ব্যর্থ। অভিযোগ রয়েছে, সিএনজিচালিত অটোরিকশায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নেওয়ার পাশাপাশি দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। 

অন্যদিকে, লকডাউন পরিস্থিতির মধ্যেই দোকান খোলা রাখার দাবিতে গোয়ালাবাজারের পোশাক ব্যবসায়ী যুবলীগ নেতা আবু বকরের নেতৃত্বে মিছিল করেছেন ব্যবসায়ীরা। এ সময় মিছিলকারীরা করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের বিরোধীতা করে স্লোগান দেন। মিছিলকারীদের অনেকের মুখেই মাস্ক ছিল না। 

ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার জানান, লকডাউনের প্রথম দিন হিসেবে সবার মধ্যেই একটু ঢিলেঢালা ভাব রয়েছে। সোমবার উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে উপজেলার একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযান আরও বাড়ানোর পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার ঘোষিত লকডাউন সবাইকে মানতে হবে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে। তাই সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে হবে।

 

ইউডি/আরআর-০৮