বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন



বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আবদুল কালামের উদ্যোগে এলাকার ৫৭ জন হতদরিদ্র মানুষের মধ্যে ১৮শ’ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৫এপ্রিল) সকাল ১১টায় উপজেলার রামধানা গ্রামে তার নিজ বাড়িতে মরতুর্জ আলী, মোছা. আমিরুন বিবি ও রহিম স্মরণে এই অর্থ বিতরণ করা হয়। 

‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল লেইছের সভাপতিত্বে ও সংগঠক একেএম তুহেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও অলংকারী ইউপির সাবেক সদস্য রাজুক মিয়া রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী আছাব আলী, শামছু মিয়া লালা ও আলা উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হুশিয়ার আলী, ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ বাদশা, কোষাধ্যক্ষ আসাদ আহমদ, সহকোষাধ্যক্ষ তছির আলী, সহসাংগঠনিক সম্পাদক রানা সরকার, সদস্য মঈন উদ্দিন, সংগঠক আব্দুল মছব্বির ও আব্দুল্লাহ। 

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন রামধানা জামে মসজিদের মোয়াজ্জিন শানুর আলী। 

বিএ-১৪