শাবি প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় এ শোক জানান উপাচার্য।
শোকবার্তায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গণিত বিভাগের সাবেক অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। শাবিপ্রবির গণিত বিভাগকে বিশ্বমানের বিভাগে রূপান্তর করতে তার অবদান অনস্বীকার্য। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
এইচএন/আরআর-০৫