সিলেট নগর থেকে ৮ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৫, ২০২১
১০:১৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২১
১০:১৪ অপরাহ্ন



সিলেট নগর থেকে ৮ জুয়াড়ি আটক

সিলেট নগরের শেখঘাট বেতের বাজারের পার্শ্ববর্তী সুরমা নদীর তীর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

রবিবার রাত সাড়ে ৯ টার দিকে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তোফায়েল আহমেদ (৩০), বাবু মিয়া (২৪), রাজু আহমেদ (২৯), কামাল (২৪), মনোহর আলী (৩২), আলতু মিয়া (৪০), হোসেন আহমেদ (৩৪), আব্দুর রব (৩৪)।

অভিযানে উপস্থিত ছিলেন- কোতোয়ালী থানার এসআই মিজান, এসআই সাত্তার, এসআই রমা কান্তসহ কোতোয়ালী থানা পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের বেতের বাজারের মুড়ি ফ্যাক্টরির পাশের নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

বিএ-১০