নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২১
০৯:০৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৯:১৭ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) নামের এক যুবক খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (৪ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই এলাকায় খুনের এই ঘটনাটি ঘটে।
সোমবার (৫ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, লাউয়াইয়স্থ কাশবন আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় ৪ জন রিকশা চালক নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় নিহত ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) কে বেধড়ক মারতে শুরু করেন তারা। এর এক পর্যায়ে নিহতের ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়।
পরে তারা গুরুতর আহত অবস্থায় ফরিদুল ইসলাম ম্যাজিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরিদুল ইসলামের অধিক রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে জানান।
পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ও অন্য জায়গা থেকে জিয়ারুল (২৫) ও বুলবুল ইসলাম (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করে।
এই খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
বিএ-০৪