আজ সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৫, ২০২১
০৭:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৭:৫০ পূর্বাহ্ন



আজ সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস

আজ ৫ এপ্রিল, সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে সিলেট আবহাওয়া অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর পাক হানাদার বাহিনী ইতিহাসের বর্বরোচিত হামলা চালায়। কেড়ে নেয় অনেক তাজা প্রান।

পাক হানাদার বাহিনীর হামলায় এদিন শহীদ হন আব্দুস সবুর খন্দকার, এস.ও আমিনুল হক, এস.ও আনোয়ার হোসেন, পর্যবেক্ষক আবু তাহের, পর্যবেক্ষক আকমল উদ্দিন, পিয়ন রেনু মিয়া, নৈশ চৌকিদার আকদ্দছ আলী, বাবুর্চি জামাল হোসেন এবং মমতাজ উদ্দিন।

জানা যায়, ১৯৭১ সালের ৫ এপ্রিল সিলেট আবহাওয়া অফিস টিলায় মুক্তিযুদ্ধের কৌশলগত কারণে তৎকালীন ইপিআর, পুলিশ বাহিনী আর মুক্তিযোদ্ধারা জড়ো হতে থাকেন। মজুদ হতে থাকে অস্ত্র আর গুলাবারুদ। মুক্তিযোদ্ধাদের এ অবস্থানের কথা পাকিস্তানী হানাদার বাহিনী জানতে পেরে শুরু করে আক্রমণ। আক্রমণ প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা পাল্টা গুলি ছোড়েন। যুদ্ধের এক পর্যায়ে গুলাবারুদের মজুদ শেষ হয়ে যাওয়ায় পিছু হঠতে বাধ্য হন মুক্তিযোদ্ধারা। এসময় পাকিস্তানী হানাদার বাহিনী অবস্থা বুঝে ঘিরে ফেলে সিলেট আবহাওয়া অফিসের পুরো টিলা।

এসময় সিলেট আবহাওয়া অফিসে কর্মরত ছিলেন কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। কিছু বুঝে উঠার আগেই তাদের লাইনে দাঁড় করিয়ে গুলি চালায় পাকিস্তানি হানাদার বাহিনী।

এনএইচ/আরসি-০২