নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২১
০৭:২৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৭:২৬ পূর্বাহ্ন
রবিবার বিকেলের ১৫ মিনিটের ঝড়ে ৬ ঘন্টা বিদ্যুৎহীন ছিল নগরের অনেক এলাকা। সন্ধ্যা ৬টার দিকে সিলেটে ঝড় হাওয়া শুরু হয়। এই ঝড় স্থায়ী ছিলো প্রায় ১৫ মিনিট। এরপর থেকে প্রায় ৫ ঘন্টা ধরে বিদ্যুৎহীন ছিল সিলেট নগরের অনেক এলাকা।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, বিকেলে ঝড়ের কারণে নগরের মদিনা মার্কেট এলাকায় লাইন ছিঁড়ে গেছে। একারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর আওতাধীন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। ছিঁড়ে যাওয়া লাইন দ্রুত সংস্কার করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে বলেও জানিয়েছেন তারা। পরে রাত ১০টার পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু হয়।
নগরের নয়াসড়ক এলাকার বাসিন্দা মকসুদ হোসেন জানান, আজ সন্ধ্যা ৬টায় ঝড় হাওয়া শুরু হলে বিদ্যুৎ চলে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ আসে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন সিলেট মিররকে বলেন, ‘ঝড়ে মদিনা মার্কেট এলাকায় বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। একারণে এমসি কলেজ ফিডারের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত সাড়ে ১০টার দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।’
এনএইচ/আরসি-০১