সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
সারাদেশে এক সপ্তাহের লকডাউন-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিলেটের ব্যবসায়ীরা বলেছেন, লকডাউনের সময়সীমা আর যেনো বাড়ানো না হয়।
রবিবার (৪ মার্চ) সিলেট চেম্বারের সভাকক্ষে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা চেম্বার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এসব কথা জানান। একইসঙ্গে ক্রেতাদের উদ্দেশ্যে তারা বলেছেন, অতিরিক্ত পণ্য কিনলে বাজারে পণ্য সংকট তৈরি হবে। এই কৃত্রিম সংকটের জন্য নিত্যপণ্যের দাম বাড়বে।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতর নিকটবর্তী। এই সময় ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাবছর সিলেটের ব্যবসায়ীরা এই সময়ের অপেক্ষায় থাকেন। তারা বলেন, যদি অনিবার্য্য কারণে সময় বাড়াতে হয় তাহলে জেলাভিত্তিক পর্যায়ক্রমে লকডাউন এবং ব্যবসায়ীদের অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করতে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দিতে হবে।
সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় জননিরাপত্তার স্বার্থে সরকার ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করেছেন। তিনি সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যেসব প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ রয়েছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সেসব ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
তিনি ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে বাজারে সংকট সৃষ্টি করা না করার আহ্বান জানান।
তিনি বলেন, বাজারে পর্যাপ্ত পণ্য রয়েছে, আপনারা (ক্রেতা) সংকট সৃষ্টি না করলে পণ্যের দাম বাড়ার সুযোগ নাই।
ব্যবসায়ী নেতারা সরকারের নির্দেশনাকে সম্মান জানিয়ে করোনা সংক্রমন রোধে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান সাতদিন সম্পূর্ণরূপে বন্ধ রাখার ব্যাপারে একমত হন। তারা বলেন, করোনা মহামারীর কারণে গত বছর ও চলতি বছরে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির মুখোমুখী হয়েছেন। গত বছর টানা কয়েকমাস দোকানপাট বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমেদ, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক মো. মামুন কিবরিয়া সুমন, পরিচালক মো. আতিক হোসেন, সাবেক সহসভাপতি মো. দিলওয়ার হোসেন, অভ্যন্তরীণ বাজার সাব কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাদী পাবেল, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপনসহ নগরের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বিএ-০৯