নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমার সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সঞ্জব আলী (৫৭) ‘আন্তঃজেলা ডাকাত সর্দার’ বলে জানিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাইলপুর সমরগাঁওয়ের মৃত সাইম উদ্দিনের ছেলে।
অভিনব কায়দায় তাকে শনিবার নগরীর ঘাসিটুলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর রাতে তেতলী ইউনিয়নের বলদী গ্রামের সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে।
সঞ্জব আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলা রয়েছে।
বিএ-০৪