শাবি'র সঞ্চালনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন



শাবি'র সঞ্চালনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালন'র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া, বর্তমান কমিটির সভাপতি মো. ইমন সরদার, সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রায়, সহ-সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম আকাশ, তথ্যপ্রযুক্তি সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি ইমন সরদার বলেন, 'সঞ্চালন একটি রক্তদানমূলক সেচ্ছাসেবী সংগঠন। আমরা সবসময় চেষ্টা করি মানবতার হাত বাড়িয়ে দিতে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের রক্তদাতাদের কাছে কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমাদের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। আশা করছি সবার ভালোবাসা আর আস্থা নিয়ে সঞ্চালন এগিয়ে যাবে অনেকদূর।'

 

এইচএন/আরআর-০৪