ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২১
১২:২৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আক্রান্তদের মধ্যে আছেন কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) কর্মকর্তা ও শ্রমিকরা। রবিবার (৪ এপ্রিল) পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির ৪৫ জন শ্রমিক-কর্মচারীর দেহে করোনা শনাক্ত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাওয়া হিসাবে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৪৭ জন। গত ২০ মার্চ থেকে ফেঞ্চুগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান। কেপিসিএল'কে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
সরেজমিনে ফেঞ্চুগঞ্জ উপজেলা ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই ফেঞ্চুগঞ্জের কোথাও। যে যার মতো করে চলাচল করছেন সর্বত্র। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন থেকে গত বৃহস্পতিবার মাইকযোগে করোনা মোকাবেলায় জনসচেতনতায় সরকারি সিদ্ধান্তের একটি প্রজ্ঞাপন জানিয়ে দেওয়া হয়। তারপরও কোনো সচেতনতা নেই জনগণের মাঝে। এজন্য স্থানীয়ভাবে আইন প্রয়োগের জোর দাবি জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের সচেতন মহল।
এসএ/আরআর-০৩