বিয়ানীবাজারে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
১১:০৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
১১:০৭ অপরাহ্ন



বিয়ানীবাজারে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারের খশির সড়ক ভাংণী গ্রামে নিখোঁজ শিশু শাওন আহমদের (৮) লাশ বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। শাওন আহমদ ওই গ্রামের সায়দুজ্জামানের ছেলে।

রবিবার (৪ এপ্রিল) ভাংণী এলাকার একটি খালে পরিবারের সদস্যরা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

শাওনের বাবা সায়দুজ্জামান জানান, গতকাল শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শাওন। হঠাৎ তাকে না পেয়ে আশেপাশ খোঁজাখুঁজি করতে থাকেন তারা। সন্ধান না পেয়ে বিয়ানীবাজার থানায় একটি জিডি করেন। একদিন পর রোববার বাড়ির পাশের একটি খালে শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শনিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। রোববার সকালে তার লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এসএ/আরআর-০১