মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান : ইকবাল আহমদ চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
০৩:৫৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন



মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান : ইকবাল আহমদ চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে পাকিস্তানি অন্যায়-অবিচার থেকে দেশকে মুক্ত করেছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন আমাদের কর্তব্য।

মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার (৩ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ৮ জন বীর মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কল্যাণ। তাই মুক্তিযুদ্ধের চেতনায় আগামীদিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সকল কথায় ও কাজে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

বিকেল ৩টায় উপজেলার লক্ষনাবন্দস্থ বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছলমান। কৈলাশটিলা ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সভাপতি খায়রুল ইসলাম শোয়েবের পরিচালনায় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন পলাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং রনকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আব্দুল মতিন, আব্দুল খালিক, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রোকন উদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, ব্রাজিল যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, লক্ষনাবন্দ দক্ষিণভাগ এস ই সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মতিউল ইসলাম, উপজেলা প্রাথমিক সরকারি শিক্ষক সমিতির সভাপতি জামাল হুসেন, শিক্ষক বাহার উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আলীম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, ডাচ বাংলা ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার কর্মকর্তা জিয়া উদ্দিন, লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়জুল করিম ফয়সল ও সাংবাদিক জাকারিয়া তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষনাবন্দ দক্ষিণভাগ এস ই সি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরজ্জামান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, শিক্ষানুরাগী আলতাফ আলী, সমাজসেবক জিয়া উদ্দিন, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, মোহাম্মদ আবিদ হোসেন, সালমান কাদের দিপুসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের যুগ্ম-সম্পাদক মিলাদ আহমদ। পরে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সকল মানুষের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারি তোফায়েল আহমদ জিলু।

অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজজুল হক, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চক্রবর্তী ও বীর মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন।

 

এফএম/আরআর-১১