কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৪, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতের অভিযানে মাস্ক ব্যবহার না করায় ও সরকারি কাজে বাধা দেওয়ায় বিলাল হোসাইন নামের একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ প্রতিরোধে ও আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মাইকিং করা হয়।
শনিবার (৩ মার্চ) সকাল বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার টুকেরবাজার, ভোলাগঞ্জ বাজার ও ১০ নম্বর পর্যটনঘাটে এ অভিযান চলে। এ সময় মাস্ক পরিধান না করায় এবং মূল্যতালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়। সাদাপাথর পর্যটন এলাকার নৌকাঘাটে মাস্কবিহীন পর্যটকদেরও জরিমানা করা হয়। ১০টি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, 'মাস্ক পরিধান না করায় এবং মূল্যতালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন দোকানে জরিমানা করা হয়। এছাড়া সাদাপাথর পর্যটন এলাকার নৌকাঘাটে মাস্কবিহীন পর্যটকদের জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/আরআর-০৮