বিয়ানীবাজারে ফের বাড়ছে করোনার সংক্রমণ

বিয়ানীবাজার প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে ফের বাড়ছে করোনার সংক্রমণ

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনা সংক্রমণের হার আবারও বাড়ছে। উপজেলাব্যাপী প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। সর্বশেষ এক সপ্তাহে করোনায় দুইজন রোগী মারা গেছেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার চারখাই ইউনিয়নে। এ নিয়ে বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭০ জন।

দেশে গতবছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়লেও বিয়ানীবাজারে ধরা পড়ে ওই বছরের ২৪ এপ্রিল। পৌরসভার একটি জুয়েলার্সের কারিগর বিয়ানীবাজারে আসার পর তার নমুনা নেওয়া হলে পরীক্ষায় দেখা যায় তিনি করোনা পজিটিভ। গত সপ্তাহের দুইজন নিয়ে উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন।

গত কয়েকমাসে করোনার প্রাদুর্ভাব সহনীয় মাত্রায় ছিল। কিন্তু মধ্য মার্চ থেকে দেশে করোনার প্রাদুর্ভাব অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এ অবস্থায় বিশেষজ্ঞরা লোকসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার সঙ্গে মাস্ক ব্যবহার ও দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, 'করোনার সংক্রমণ বাড়ার পেছনে মানুষের উদাসীনতাই মূল কারণ। করোনার সংক্রমণরোধে পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। দেশে করোনা শুরুর প্রথমদিকে যেভাবে লোকজন স্বাস্থ্যবিধি মেনেছেন, বর্তমানে সেটা মানছেন না। বিয়েসহ বেশ কিছু সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন মানুষ, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। যা করোনাকালে মোটেও কাম্য নয়।'

করোনা নিয়ন্ত্রণে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিশেষ করে মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করার পরামর্শ দেন তিনি। তার মতে, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিয়ানীবাজারের সর্বত্র মানুষের মধ্যে চরম উদাসীনতার কারণে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এটা উদ্বেগজনক। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

এসএ/আরআর-০৭