গণপরিবহণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৪, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন



গণপরিবহণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

গণপরিবহণে ৬০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিলেটে যাত্রী অধিকার পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শনিবার (৩ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করতে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমনিতে দেশে করোনা পরিস্থিতির কারণে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অর্থ সংকটে দিনযাপন করছে। এমতাবস্থায় হঠাৎ করে গণপরিবহণে ৬০% ভাড়া বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা স্বরূপ। স্বাস্থ্য বিধি মেনে গাড়ি চলাচল করার কথা বলা হলেও, সেটা যৌক্তিকভাবে ইতিপূর্বেও সম্ভব হয়নি। তাছাড়া এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তারা সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রয়োজনে সরকারকে পরিবহণে ভর্তুকি দেওয়ার দাবী জানান।

যাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত রায়ের পরিচালনায় বক্তব্য দেন, পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. এ. মতিন, যুগ্ম সদস্য সচিব এমরান আহমদ, সদস্য কামরুজ্জামান চৌধুরী, নন্দ কিশোর রায়, শংকর কুমার তালুকদার, প্রত্যূষ কান্তি দাস, পল্লব শর্মা, অজয় সরকার, মিতুন রায়, এ. এস. এম. লুৎফুর রহমান চৌধুরী, প্রমোথ দাস, বিভাষ দাস, রব্বানী বুলবুল প্রমুখ।

বিএ-০১