খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শফিকের ইন্তেকাল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২১
০৫:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০৫:৩৭ অপরাহ্ন



খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শফিকের ইন্তেকাল

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শফিক উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় তিনি ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা মুহাম্মাদ শফিক উদ্দিনের নামাজে জানাযা আজ শনিবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় রাজধানীর সেগুনবাগিচা মসজিদে অনুষ্ঠিত হয়। 

মাওলানা শফিক উদ্দীন কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের সমস্যার কারণে তাঁর অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মরহুমের দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ি সিলেটের ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ সংলগ্ন মাঠে আজ বাদ আছর অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহাম্মাদ শফিক উদ্দিনের ইসলামি ঐক্যজোটের ব্যানারে মিনার প্রতীক নিয়ে ছাতক-দোয়ারা আসনে সংসদ নির্বাচন করেছিলেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। প্রায় ৩৫ বছর ধরে সপরিবারে ঢাকায় বসবাস করলেও সপ্তাহে একদিন নিজ এলাকায় আসতেন। 

এএফ/০৪