মোগলাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৩, ২০২১
০৪:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০৫:০০ পূর্বাহ্ন



মোগলাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে মোগলাবাজার থানাধীন নকিবরচক ও ছদ্দলপুর গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় একজন গুরুতর আহত হন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকার নকিবরচক ও ছদ্দলপুরের মধ্যে ফুটবল খেলাকে নিয়ে উত্তেজনা দেখা দিয়ে। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হন। দুই ঘন্টা সময় ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। 

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দুইঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে শামসুদ্দোহা বলেন, স্থানীয় নেতৃস্থানীয়দের মাধ্যমে আমরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি। 

আরসি-১১/বিএ-১৪