মাদক ব্যবসায়ী সাবিনা কারাগারে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৩, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন



মাদক ব্যবসায়ী সাবিনা কারাগারে

সিলেটের আলোচিত মাদক ব্যবসায়ী ‘ফেন্সি’ সাবিনা আক্তারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে নগরের বালুচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদস্যরা। পরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃত সাবিনা ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীননগর থানার ধরাবাঙ্গা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দিরাইবাজারে বসবাস করে আসছেন।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।

বিএ-১১