সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ফ্রি টিউভওয়েল হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সকালে খাদিমনগর ইউনিয়নের চানপুর গ্রামের এওলারটুক এলাকার বাসিন্দা অসহায় দরিদ্র মো. হাবিবুর রহমানের পরিবারসহ এলাকার বিভিন্ন মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই টিউভওয়েল স্থাপন করা হয়।
টিউভওয়েল হস্তান্তরকালে বক্তারা বলেন, এই এলাকায় দীর্ঘ দিন ধরে বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। টিউভওয়েল স্থাপনের ফলে আশপাশের লোকজন এখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। যার ফলে এলাকার মানুষ কিছুটা হলেও এর সুফল ভোগ করবেন। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল সব সময় সমাজের অসহায় মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে।
টিউভওয়েল হস্তারকালে উপস্থিত ছিলেন, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ইশতিয়াক আহমদ চৌধুরী পিএইচএফ, ক্লাব সভাপতি রোটারিয়ান বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান আইপিপি মো. রুহুল আলম আরএফএসএম, সভাপতি ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ, রোটারিয়ান ইমদাদ হোসেন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিএ-০৮