মাস্ক বিতরণ করল কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৩, ২০২১
১২:২৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
১২:২৩ পূর্বাহ্ন



মাস্ক বিতরণ করল কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

করোনা মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলার টুকের বাজার, বউ বাজার, লাচুখাল বাজারসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে যাত্রী, দোকানি, পথচারীসহ বিভিন্ন শ্রেণির ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল, ওসি (তদন্ত) মুজিবুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল হক, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য মীর আল মমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ, কবির মিয়া, মোস্তাক আহমদ রনি প্রমুখ।

 

এমকে/আরআর-০৪