২০ টন মেডিকেল সামগ্রী রোহিঙ্গাদের জন্য পাঠিয়েছে তুরস্ক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২১
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
১০:৫৫ অপরাহ্ন



২০ টন মেডিকেল সামগ্রী রোহিঙ্গাদের জন্য পাঠিয়েছে তুরস্ক

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ টন মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। 

এছাড়া, রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের অর্থায়নে নির্মাণাধীন হাসপাতালের কাজ তদারকিতে দেশটি ১৩ সদস্যের একটি দলও পাঠিয়েছে।     

শুক্রবার (২ এপ্রিল) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। 

টুইটে রাষ্ট্রদূত জানান, আজ দ্বিতীয়বারের মতো তুর্কি সামরিক উড়োজাহাজে রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গাদের জন্য মেডিকেল সামগ্রী বাংলাদেশে এসেছে। 

সঙ্গে রয়েছেন ১৩ জন স্বাস্থ্যকর্মী। রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের হাসপাতালটি প্রায় প্রস্তুত। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

সকাল ৯টা ২৫ মিনিটে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্ক বিমানবাহিনীর একটি ফ্লাইট অবতরণ করে। 

এতে ২০ টন মেডিকেল সামগ্রী ছিল, সঙ্গে ১৩ জন স্বাস্থ্যকর্মী ছিলেন।

এর আগে গত শনিবার তুরস্ক বিমানবাহিনীর একটি ফ্লাইটে রোহিঙ্গাদের জন্য ২০ টন ত্রাণ আসে। ওই চালানে ফিল্ড হাসপাতালে ব্যবহারের জন্য তাঁবু পাঠানো হয়।

বি এন-০৮