সিলেটে রাত ৯টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন



সিলেটে রাত ৯টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শঙ্কাজনক হারে বাড়ছে সিলেটে। সংক্রমণের শীর্ষে থাকা জেলাগুলোর তালিকায় এরই মধ্যে পঞ্চমে উঠে এসেছে সিলেট। এরকম পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে রাত ৯টার পর দোকানপাঠ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

শুক্রবার (২ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নিদর্শনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫) হাট-বাজার, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থানে কেনা-বেচা রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। এসব স্থানে ক্রেতা-বিক্রেতা উভয়কেই যথাযথভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

সিলেট জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কমিটির সদস্যদের মতামতে ও সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইন মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জেলা প্রশাসনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিএ-০৩