নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০২, ২০২১
০৬:৪৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
০৭:০২ অপরাহ্ন
সিলেট নগরের হোটেল নুরজাহানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই হোটেলের শাহীন নামের এক কর্মচারির বিরুদ্ধে ঐ নারী যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত হোটেলের ওই কর্মচারী যুক্তরাজ্য ফেরত ওই নারীকে মোবাইলে ফোন দিয়ে বার বার বিরক্ত করেন। এক পর্যায়ে রুমের ভেতর প্রবেশ করে যৌন হয়রানির চেষ্টা করেন।
এসব বিষয় ওই নারী দেশে থাকা স্বজনদের জানালে তারা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিবরণ শুনে পুলিশ শাহীন নামের ওই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জামাল আহমদ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, কোয়ারেন্টিনে থাকা লন্ডন প্রবাসীর রুমে গিয়ে ওই নারীর হাতে পায়ে ধরে বিভিন্নভাবে যৌন হয়রানির চেষ্টা করে। শুরুতে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা পাত্তা দেয়নি।
ওই নারীর স্বজনরা অভিযোগ করেন, হোটেল কর্তৃপক্ষকে ঘটনার সিসি ফুটেজ দেখাতে বলা হয়। কিন্তু তারা সিসি ক্যামেরা নষ্ট বলে জানায়। ওই নারীর স্বজনরা অভিযোগ করেন, একটা বড় নামীদামী হোটেল, অথচ সিসি ক্যামেরা নষ্ট, এটা ভাবাই যায় না।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরসি-০৬/বিএ-০৪