কবি বাছিত মোহাম্মদের মৃত্যু, তদন্তে নেমেছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন



কবি বাছিত মোহাম্মদের মৃত্যু, তদন্তে নেমেছে জেলা প্রশাসন

সিলেটে সিটি করপোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে নিহত শিক্ষক ও কবি আব্দুল বাছিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সিলেট জেলা প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এই তদন্ত শুরু হয়েছে। 

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় নিহতের ভাইসহ আশপাশের ব্যবসায়িদের সাথে কথা বলেন। এসময় ঘটনাস্থলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত হন।

গত বছরের ৮ ডিসেম্বর সিলেট নগরের আম্বরখানা এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে গেলে পেটে রড ঢুকে বাছিত মোহাম্মদের। গুরুতর আহত এই কবিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এই মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে দোষিদের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান সচেতন সমাজ। সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না দেখে জনস্বার্থে উচ্চ আদালতে রিট করেন আইনজীবী অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন। গত ১১ জানুয়ারি এই রিটের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেটের জেলা প্রশাসককে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ।

বিএ-১১