নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০২, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যার পর এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয় ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান।
সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম বদরুদ্দোজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিররকে বলেন, 'ব্যবসায়ীদের সঙ্গে আজকে সভা হয়েছে৷ তবে রাত ৮টার পর মার্কেট বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত সরকারের দেওয়া ১৮ দফা নিশ্চিত করতে কাজ করছি আমরা।'
একই কথা বলেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তিনি বলেন, 'রাতে দোকানপাট বন্ধের কোনো সিদ্ধান্তের বিষয়টি আমার জানা নেই। '
এর আগে সন্ধ্যা ৭ টা ৩ মিনিটে সিলেটে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব সিলেট মিররকে বলেন, 'আমিও কিছু অনলাইনে এরকম খবর দেখেছি। কিন্তু আমার কাছে প্রশাসনের কাছ থেকে এ ধরণের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।'
প্রসঙ্গত, সিলেটে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, রাত ৮টার পর সিলেটের দোকানপাট বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। এর প্রেক্ষাপটে একাধিক অনলাইন গণমাধ্যমে বিষয়টি উঠে আসে।
এনএইচ/এএফ-০৫