সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ২টায় সিলেট প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সুবিদবাজার বায়তুল মকছুদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা দানিয়াল মাহমুদ।
দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও তার স্ত্রীসহ সকলের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহসভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, আতাউর রহমান আতা, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, আব্দুস সবুর মাখন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সাবেক দপ্তর সম্পাদক কামকামুর রাজ্জাক রুনু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, নির্বাহী সদস্য এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক।
দোয়া মাহফিলে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাতিন ফয়সল, মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. মুহিবুর রহমান, ফারুক আহমদ, মো. দুলাল হোসেন, আনিস রহমান, নাজমুল কবীর পাভেল, আহবাব মোস্তফা খান, ইউনুছ চৌধুরী, মাইদুল ইসলাম রাসেল, শেখ আব্দুল মজিদ, নৌসাদ আহমেদ চৌধুরী, শ্যামানন্দ দাশ, মো. মারুফ হাসান, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শাহ শরিফ উদ্দিন প্রমুখ।
প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত দু’দিন ধরে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বিএ-০৩