সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন



সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শঙ্কাজনক হারে বাড়ছে সিলেটে। সংক্রমণের শীর্ষে থাকা জেলাগুলোর তালিকায় এরই মধ্যে পঞ্চমে উঠে এসেছে সিলেট। এরকম পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে রাত ৮টার পর দোকানপাঠ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

এএফ/০৪