নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০১, ২০২১
০৭:০১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। যুক্তরাজ্যের করোনার নতুন ধরন দেশে ছড়ানোর কারণেই করোনার এই উর্ধ্বর্গতি বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এরকম পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ৮৩ প্রবাসী।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে তারা হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশের তত্ত্বাবধায়নে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছেন।
পুলিশ জানায়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোদের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬ জন, হোটেল হলিগেইটে ১৭ জন, হোটেল হলি সাইডে ৩ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১ জন, হোটেল লা রোজ এ ১৭ জন, হোটেল লা ভিস্তাতে ৮ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজ এ ১০ জন, রয়েল প্লামে ১০ জনকে রাখা হয়েছে।
বিষয়টি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন।
এএফ/০১