দেশে সচল হলো ফেসবুক

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩০, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন



দেশে সচল হলো ফেসবুক

বাংলাদেশে সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যার পর থেকেই স্বাভাবিকভাবেই চলছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মেসেজিং অ্যাপ ডাউন করে রাখা হয়েছে বলে শনিবার (২৭ মার্চ) জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশে ফেসবুক সীমিত করার বিষয়টি আমরা জানি। আমরা এটি বোঝার চেষ্টা করছি। সবাই যাতে দ্রুত পূর্ণ একসেস পায় সেজন্য আমরা কাজ করছি।’

আরসি-০২